reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২১

ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিক্ষোভ

ডিগ্রি প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির ৭২৩তম সভার আলোচ্য বিষয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী পদবি লেখার বৈধতা এবং উপসহকারী প্রকৌশলী পদবি পরিবর্তনের বিষয়ে আলোচনা এজেন্ডাভুক্ত করার প্রতিবাদে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ জানিয়েছে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। এ ধরনের অপ্রত্যাশিত আলোচনা প্রকৌশল কর্মক্ষেত্রে নতুন বিতর্ক ও চরম অস্থিরতা সৃষ্টি করবে, যা প্রধানমন্ত্রীর চলমান উন্নয়ন অগ্রযাত্রা ও ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রকৌশল কর্মকান্ডকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তারা সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সব হীন ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আইইবি নেতাদের প্রতি আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মুন্তাসীর হাফিজ, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, সিনিয়র সভাপতি মো. এমদাদুল হক, সহ-সভাপতি (ঢাকা) মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close