রাবি প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

হল খোলার দাবি রাবি শিক্ষার্থীদের

তীব্র আবাসন সংকট ও ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও ক্যাম্পাস খোলার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায়, চারুকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাকিলা বলেন, হল-ক্যাম্পাস না খুলেই পরীক্ষার তারিখ দিয়ে যাচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা আশপাশের মেসগুলোতে গাদাগাদি করে অবস্থান করছে। প্রশাসনিক কার্যক্রমসহ সবকিছুই স্বাভাবিক ভাবে চললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হল-ক্যাম্পাস খুলছে না। এ ছাড়া প্রথম বর্ষের এতগুলো ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবক থাকবে কোথায় এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই। ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, আমরা মেসে সিট পাচ্ছি না। এক রুমে গাদাগাদি করে থাকছি এমন পরিস্থিতিতে হল খুলে দেওয়া অতীব জরুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close