reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২১

ঢাবি সাংবাদিক সমিতি

প্রতিষ্ঠার ৩৬ বছর উদযাপন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে তিন যুগ পার করল দেশের ক্যাম্পাস সাংবাদিকদের অন্যতম প্রাচীন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। গতকাল উৎসবমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার ৩৬ বছর উদযাপন করেছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে কেক কাটা, আনন্দ র‌্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কর্মসূচি পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালটি টিএসসি থেকে শুরু হয়ে সড়ক-দ্বীপ, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে ফের টিএসসিতে এসে শেষ হয়।

গতকাল কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবিরসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান উপাচার্য। তিনি বলেন, আমাদের সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের লক্ষ্য হলো সুন্দর ও কল্যাণের উন্নয়ন ঘটানো। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেকোনো বিষয়কে সুন্দর করে তোলা যায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close