reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০২১

কৃষিতথ্য বিষয়ক প্রশিক্ষণ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধীকরণ প্রকল্পের আওতায় ‘গণমাধ্যমে কৃষিতথ্য ও প্রযুক্তি বিস্তারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী বিসিএস কৃষি অফিসারদের প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব, সম্প্রসারণ উইং ও কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধীকরণ প্রকল্প। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আসাদুল্লাহ্, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব বলেন মাঠপর্যায়ে কৃষির কার্যক্রম গণমাধ্যমে সাবলীলভাবে উপস্থাপনের জন্য ওই প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার এক ইঞ্চি জমিও পতিত থাকবে না। সে প্রত্যয় রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। প্রকল্প পরিচালক উল্লেখ করেন গণমধ্যমে তথ্যের বিস্তার সঠিকভাবে সম্পাদন করা গেলে কৃষিতে বাণিজ্যিকীকরণ আনায়ন সহজে সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ্ বিভিন্ন নির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close