reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২১

এলজিইডির ক্রিলিক ও চার সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রতিষ্ঠিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) সঙ্গে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিস (বিসিএএস) এবং এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে ক্রিলিক এবং এই চারটি সংস্থা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য উপাত্ত, জ্ঞান ও অভিজ্ঞতার আদান প্রদানে এবং যৌথ গবেষণার উন্নয়ন ও বাস্তবায়নে সম্মত হয়। এরই ফলশ্রুতিতে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়নে এবং দেশের সামগ্রিক ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সবপক্ষ একসঙ্গে কাজ করবে। এ সময় সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত ক্রিলিকের ভূমিকা কী হতে পারে তার মূল্যবান দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ। আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডি-ক্রিলিকের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) ক্রিলিক এ কে এম লুৎফর রহমান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. আক্তার হোসাইন সরকার, সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) পক্ষে ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিস (বিসিএএস) নির্বাহী পরিচালক ড. আতিক রহমান ও এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) নির্বাহী পরিচালক হানস্ গুটম্যান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close