নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ

দেশের একাধিক রাষ্ট্রীয় বাহিনীতে মেস ওয়েটার এবং সৈনিক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র তৈরির পর মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র। চাকরি পেতে হলে বাহিনীর নিয়োগ বোর্ডে থাকা ব্যক্তিদের পাঁচ লাখ টাকা দিতে হবে বলে চাকরিপ্রত্যাশীদের প্রলোভন দেখাত চক্রটি। এরপর ভুয়া নিয়োগপত্র বানিয়ে আরো দুই লাখ টাকা দাবি করত। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর সূত্রাপুর ও গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তাররা হলো চক্রের মূলহোতা মো. কামরুজ্জামান ও মো. নাজির হোসেন।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থার জন্য র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল গত রবিবার রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য নাজির হোসেনকে ও চক্রের মূলহোতা কামরুজ্জামানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close