নিজস্ব প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

গ্রাম-নগর উন্নয়নে এলজিইডির ভূমিকা প্রশংসনীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম বলেছেন, এলজিইডি মাঠপর্যায়ে আর্থসামাজিক অবস্থা উন্নয়নে দেশের মানুষের কাজ করে থাকে। বিশেষ করে গ্রাম ও নগর উন্নয়নে এলজিইডির ভূমিকা প্রশংসনীয়। গ্রামপর্যায়ে এলজিইডির কাজ চোখে পড়ার মতো। তিনি এলজিইডিতে আরো নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা বলেন। যাতে মানুষের আরো উন্নয়ন ও অর্থনীতির চাকা আরো গতিশীল হয়। গতকাল রবিবার রাজধানীতে এলজিইডি ভবনে এলজিইডির রাজশাহী বিভাগের আওতায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় এলজিইডির বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক তাদের মতামত দেন।

সভায় এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশীদ খান সভাপতিত্বে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, মন্মথ রঞ্জন হালদার ও এলজিইডির বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক তাদের মতামত তুলে ধরেন। এলজিইডির প্রধান প্রকৌশলী বলেন, এলজিইডি মানুষের ভাগ্য উন্নয়নের কথা মাথায় রেখেই নতুন প্রকল্প হাতে নিয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close