কুবি প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০২১

উপাচার্যকে কুবি শিক্ষকদের চিঠি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘সচেতন শিক্ষক’-এর ব্যানারে দুই দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে নিয়ে প্রশাসনের পদক্ষেপের সুষ্ঠু সমাধান, বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আমলে নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়। গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৭৬তম এবং ৮০তম সিন্ডিকেটের সিদ্ধান্তের বরাত দিয়ে গণমাধ্যমে দেওয়া প্রশাসনের বক্তব্যে অস্থিতিশীল পরিস্থিতি ও বিভ্রান্তির সূত্রপাত ঘটে। এতে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া ও কাজী এম আনিছুল ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান পেশাগতভাবে ক্ষতির সম্মুখীন এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এই শিক্ষকরা নোংরা রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছেন, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের পরিপন্থি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্থিতিশীল পরিবেশ বজায় রাখার অনুরোধ জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close