রাজশাহী ব্যুরো

  ০৫ আগস্ট, ২০২১

‘প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন’

রাজশাহীতে করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) বিস্তার ও প্রাদুর্ভাবের প্রভাবে কর্মহীন, দুস্থ ও অসহাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই আপনাদের পাশে আছেন। তবে সবাইকে নিজের জীবন বাঁচাতে নিজেকে সচেতন থাকতে হবে। মাস্ক পরতে গাফিলতি করা যাবে না। একই সঙ্গে এমন সংকটকাল পার না হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ গতকাল বুধবার রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের নির্দেশনা মোতাবেক সবাইকে টিকা গ্রহণ করার প্রতিও তিনি জোর দেন।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ৩০০ ব্যক্তির প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়। সোনালী ব্যাংকের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। করোনাকালে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিডেট রাজশাহীর ডিজিএম মো. শাহাদত হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close