reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২১

বিএসএমএমইউয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষ যা স্বপ্নেও ভাবেননি আওয়ামী লীগ তা বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছে। উন্নয়নের ক্ষেত্রে বিশ্বদরবারে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছে। মেগা প্রকল্পগুলো যেমন বাস্তবায়ন হচ্ছে একইভাবে আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ অবশ্যই এক দিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম বছরে পদার্পণ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এ কথা বলেন। কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডা. মাসুদা বেগম, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খানসহ বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close