reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০২১

নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের সঙ্গে নিজ নিজ সদর দপ্তরে বিদায়ী সাক্ষাৎ করেন। সেনাবাহিনী প্রধান নৌ ও বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছালে বাহিনী প্রধানরা তাকে স্বাগত জানান। নৌ ও বিমানবাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে নিজ নিজ সদর দপ্তরে গার্ড অব অনার দেওয়া হয়। সাক্ষাৎকালে বাহিনীপ্রধানরা বিদায়ী সেনাবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশলবিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমানবাহিনী প্রধানদের ধন্যবাদ জানান। আইএসপিআর।

 

------
 

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close