রাজশাহী ব্যুরো

  ১৪ এপ্রিল, ২০২১

কোটি টাকার হেরোইনসহ ট্রাকচালক গ্রেপ্তার

রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকে অভিনব কায়দায় কোটি টাকার হেরোইন পাচারের সময় শাহ মখদুম থানাধীন সিটি হাট এলাকায় ট্রাকসহ চালককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। গতকাল মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেরোইনসহ পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ট্রাকচালক শহিদুল ইসলামকে (৩৩)।

কমিশনার জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথরবোঝাই ওই ট্রাকটিতে করে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে যাচ্ছিল। ট্রাকে তল্লাশিকালে ড্রাইভিং সিটের বাম পাশে বক্সের ভেতর থেকে ৯টি বিভিন্ন সাইজের পলিথিনের প্যাকেটে মোড়ানো এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে রনির সঙ্গে যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে এভাবেই পাথরবোঝাই ট্রাকে কৌশলে মাদকদ্রব্য বহন করতেন এই ট্রাকচালক। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আর জব্দ করা হেরোইন ও পাথরবোঝাই ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়া পলাতক আসামি রনিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close