বরিশাল প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২১

খাদ্য সহায়তার দাবিতে বিক্ষোভ

লকডাউনের আগে শ্রমিকদের পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা। গতকাল রবিবার নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যালয় থেকে মহিলা ও পুরুষ শ্রমিকদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোড অশ্বিনী কুমার টাউন হল সড়কে একত্র হয়ে সমাবেশ করা হয়। বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে করোনাকালীন শ্রমিকদের ন্যায্য পাওয়না আদায়ের দাবি জানিয়ে বক্তব্য দেন বাসদ জেলা শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা মাকি হাওলাদারসহ অনেকে। বক্তব্যে তারা বলেন, শ্রমিকদের খাদ্য নিশ্চিত না হওয়ার আগে লকডাউন কার্যকর করা যাবে না। শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছাড়াও খাদ্য রেশনিং চালু, শেবাচিমে করোনা ইউনিটের আসন ও আইসিইউ বেড বৃদ্ধি এবং নগরীতে আইসোলেশন চালু করার দাবি জানানো হয় এ সময়। লকডাউনের আগে এসব দাবি পূরণ না করা হলে আগামী ১৫ এপ্রিল লকডাউনবিরোধী সমাবেশ করার হুশিয়ারি দেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close