রংপুর ব্যুরো

  ০৭ মার্চ, ২০২১

রংপুরে এনবিআর চেয়ারম্যান

রাজস্ব প্রদান নৈতিক দায়িত্ব

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসা, শিল্প ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অব্যাহত প্রয়াস চালাচ্ছে। গতকার শনিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজস্ব প্রদানকে জুলুম মনে না করে নৈতিক দায়িত্ব হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরনির্ভরশীলতা ত্যাগ করে আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সবার নিজ নিজ অবস্থান থেকে আয়কর ও ভ্যাট প্রদানের বিকল্প নেই। প্রাক-বাজেট আলোচনা সভায় রংপুর অঞ্চলের বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা, আয়কর, কাস্টমস ও ভ্যাটবিষয়ক যেসব প্রস্তাবনা তুলে ধরা হয়েছে তা পর্যালোচনা করে আগামীতে উন্নয়ন পরিকল্পনায় সন্নিবেশিত করা হবে এবং এর ভিত্তিতে রংপুর বিভাগের উন্নয়নের রোডম্যাপ তৈরি করা হবে বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close