রাজশাহী ব্যুরো

  ২৪ জানুয়ারি, ২০২১

রাজশাহীতে ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাজশাহী বারেন্দ মেডিকেল কলেজের অধ্যয়নরত ভারতীয় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে তার হোস্টেলের কক্ষে। ইকবাল জাফর শরীফ নামের ওই শিক্ষার্থীর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বোয়ালিয়া থানার ভদ্রা এলাকায় কলেজ ক্যাম্পাসের ভেতরে হোস্টেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা বলেন, করোনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ ঘোষণা করা হলে ইকবাল ভারতে চলে যান। গত তিন দিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন। শুক্রবার রাতে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকবালের ঝুলন্ত লাশ দেখতে পান তার বন্ধুরা। পরে তারা দরজা ভেঙে ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ইকবালের বন্ধুদের বরাতে গোলাম মাওলা বলেন, সম্প্রতি ইকবালের এনগেজমেন্ট হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close