চট্টগ্রাম ব্যুরো

  ১৯ জানুয়ারি, ২০২১

চসিক নির্বাচন

১৬০০০ নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৬ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে নগরীর ৯টি কেন্দ্রে পাঁচ দিন এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, নির্বাচনে ৭৩৫ ভোটকেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। ইভিএমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে সোমবার থেকে। পর্যায়ক্রমে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আগামী ২৭ জানুয়ারি ৭৩৫টি ভোটকেন্দ্রে এবং ৪ হাজার ৮৮৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা দুটি অস্থায়ী বুথের সংখ্যা ৭৬৪টি। প্রিসাইডিং কর্মকর্তা ৭৩৫ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪ হাজার ৮৮৬ জন এবং পোলিং কর্মকর্তা নেওয়া হয়েছে ৯ হাজার ৭৭২ জন। এদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানা গেছে, চসিক নির্বাচনে এবার নগরীর সব কটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। আর এ ভোট গ্রহণের জন্য সাড়ে ১১ হাজার ইভিএম প্রস্তুত রয়েছে। প্রতিটি বুথে দুটি করে ইভিএম থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চসিক মেয়র, ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close