reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২১

নবম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ

বিমানবাহিনীর নবম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিমানবাহিনী অফিসার্স মেস ফ্যালকন হলে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সনদপত্র বিতরণ করেন।

সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) অনুষ্ঠানে এসে পৌঁছালে বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই)-এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান। ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে নবম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এ কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বৈশ্বিক করোনাকালীন দুর্যোগের মধ্যে সামাজিক সচেতনতা এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে উক্ত কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য সিএসটিআইয়ের ভূয়সী প্রশংসা করেন এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close