reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২০

মাউন্টেন ডিউকে পেয়ে আরেক ধাপ এগিয়ে গেল পাবজি

জনপ্রিয় মোবাইল গেম প্লাটর্ফম পাবজির সঙ্গে বৈশ্বিক অংশীদারিত্ব ঘোষণার মাধ্যমে এবার নতুন দিগন্তে প্রবেশ করল কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাউন্টেন ডিউ। নতুন প্রজন্মের আরো অনেক পেশাদার ই-স্পোর্টস খেলোয়াড় ও ভক্তদের কাছে গেমিং শিল্পের নতুন আবিষ্কার ও উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে মিশন মাউন্টেন ডিউ চালিয়ে যাচ্ছে, এই উদ্যোগ তাতে নতুন মাত্রা যোগ করবে। পাবজি মোবাইলের পাশাপাশি, মাউন্টেন ডিউও ই-স্পোর্টস কমিউনিটিকে এগিয়ে নিতে এবং গেমারদের জন্য আরো রোমাঞ্চকর ও অনন্য সব অ্যাক্টিভেশনের এক্সেস এনে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ডায়নামিক প্রোগ্রামের অংশ হিসেবে বিশ্বের যেকোনো প্রান্তের গেমাররা নতুন মানচিত্রে যুক্ত হওয়া ইন-গেম মাউন্টেন ডিউ ‘ফুয়েল স্টেশন’ থেকে সীমিত সময়ের জন্য পাওয়ার আপ করে নিতে পারবেন। গেমপ্লে চলার সময় লুট সররাহের মাধ্যমে এই ব্রেকথ্রু ফুয়েল স্টেশনগুলো গেমিং অভিজ্ঞতাকে আরো অসাধারণ করে তুলবে।

বাংলাদেশসহ কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক বাজারের গেমাররা বিশেষভাবে মার্ক করা মাউন্টেন ডিউয়ের পণ্য কিনে রিওয়ার্ড ও ইন-গেম প্রাইজ আনলক করতে পারবেন। এখন থেকে মাউন্টেন ডিউ পাবজি মোবাইল প্রো লিগ আমেরিকাস, পাবজি মোবাইল ওয়ার্ল্ড লিগ এবং পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২০-এর কোমল পানীয়র পৃষ্ঠপোষকতা করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close