গবি প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

গবির ৪ শিক্ষার্থীর রোবট উদ্ভাবন

মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপ, রোগীর সব তথ্য ডাক্তারকে প্রদান করাসহ একজন নার্সের কাজ সূচারুভাবে পালনে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের ৪ নারী শিক্ষার্থী। বিভাগীয় প্রজেক্টের অংশ হিসেবে ৪০ হাজার টাকা ব্যয়ে এটির কাজ সম্পন্ন হয়।

গতকাল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন। রোবটটির নাম দেওয়া হয়েছে অ্যাভওয়ার (ABHWR), যেটির পূর্ণরূপ ‘Advanced Biopola Humanoid Walking Robot’’. সাড়াজাগানো এই উদ্ভাবনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন দলনেতা দুর্গা প্রামাণিক, মৌসুমি কণা, সুমনা আক্তার ও আফরিন আহমেদ বৃষ্টি। রোবটটির বিশেষত্ব সম্পর্কে তারা জানান, নার্সের কাজ ছাড়াও যেকোনো অফিসে এটি রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারবে। এর সঙ্গে ব্লুটুথ সংযোগ থাকায় অফলাইনেও কাজ করতে পারবে এটি। এ ছাড়া হাঁটাচলা ও কথা বলতেও সক্ষম বিশেষ এই উদ্ভাবনটি। পুরো কাজটি সম্পন্ন করতে সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক শেলিয়া  রহমান। কো-সুপারভাইজার হিসেবে কাজ করেন একই বিভাগের শিক্ষক রোয়িনা আফরোজ অ্যানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close