চট্টগ্রাম ব্যুরো

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম বন্দরে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবি

বন্দরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও চট্টগ্রাম বিভাগকে অগ্রাধিকারের ভিত্তিতে পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করে অংশ নেওয়া চাকরি প্রার্থীরা। গতকাল বুধবার সকালে নগরীর কাস্টমস মোড়ের চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে চাকরি প্রার্থীরা এ মানববন্ধন করেন।

চাকরি প্রত্যাশীরা বলেন, তিন বছর ধরে এ নিয়োগ আটকে রাখার কারণ খুঁজে বের করতে হবে। বন্দর কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করা না হয় চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বন্দর ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে চট্টগ্রাম বন্দরে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নিয়োগ পরীক্ষা কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা ও কোটার ভিত্তিতে পূর্ণাঙ্গ ফল ২০১৯ সালে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই পদের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close