নিজস্ব প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

নকল অক্সিমিটার ও মাস্ক বিক্রি জরিমানা ১৫ লাখ

রাজধানীর তোপখানা রোড এলাকায় কয়েকটি দোকানে নকল পালস অক্সিমিটার, এন-৯৫ মাস্কসহ বিভিন্ন মেডিকেল ডিভাইস বিক্রির দায়ে বিভিন্ন দোকানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে বিএমএ ভবনের পাশের গফুর টাওয়ারের দ্বিতীয়তলায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন পালস অক্সিমিটার ও এন-৯৫ মাস্ক উদ্ধার করা হয়েছে।

পলাশ কুমার বসু জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে অনুমোদনহীন, অবৈধ ও মানহীন মেডিকেলসামগ্রী পাওয়া যায়। এই অপরাধে ১৪টি প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র‌্যাব-৩ সদস্যরাসহ ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close