নিজস্ব প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০২০

পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

পেঁয়াজ সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির পক্ষ থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে ভারতের পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে ভারতের ঘোষণার পিছনে সিন্ডিকেট কাজ করছে উল্লেখ করে বলেছেন, কোনো সৎ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হঠাৎ করে এই ধরণের পদক্ষেপ নিতে পারে না। যখন বলা হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক বন্ধুত্বের চরম শিখরে এবং ‘রক্তের সম্পর্কে বাঁধা’ তখন বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার ঘোষণা ভারতের অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ যখন ভারতে ইলিশ মাছ রপ্তানির সুযোগ করে দিয়েছে তখন এই ধরনের ঘোষণা বন্ধুত্বের নিদর্শন নয়।

বিবৃতিতে তিনি বলেন, পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা বাংলাদেশের উপর ভারতের চাপ সৃষ্টি করার কোন কৌশল কি না সেটাও খতিয়ে দেখা দরকার। গত বছরও ভারত আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বড় কষ্টের মধ্যে ঠেলে দিয়েছিলো। এবারও কোন আভাস-ইঙ্গিত ছাড়া তারা একই কাজ করল, যা সহজে মেনে নেওয়া যায় না। তিনি চুক্তিকৃত পেঁয়াজ রপ্তানিতে বাধা না দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close