চট্টগ্রাম ব্যুরো

  ১৪ আগস্ট, ২০২০

চট্টগ্রামে বিমান অফিসে উপচে পড়া ভিড়

চট্টগ্রামে করোনার কারণে কর্মস্থলে যেতে না পারা টিকিট প্রত্যাশী যাত্রীদের অস্বাভাবিক লম্বা লাইন নগরীর ষোলশহর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে। জেলার বিভিন্ন উপজেলার ও নগরীর প্রবাসীরা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন বিমানের টিকিটের জন্য। হাজারো প্রবাসীর ভিড়ে শৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ষোলশহরে বিমান বাংলাদেশের অফিসে হাজারখানেক টিকিট প্রত্যাশী লম্বা লাইন ধরেন। এর মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্যের আবুধাবি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছিলেন। কেউ সেই দেশ থেকে ভিসার অ্যাপ্রুভাল নিয়ে। আবার কেউ এসেছে তাদের কারো ভিসার মেয়াদ শেষ। আবার কেউ কেউ বলছেন, এক সপ্তাহের মধ্যে যেতে না পারলে ভিসা বাতিল হয়ে যাবে। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় সবাই কাক্সিক্ষত টিকেট পাচ্ছিলেন না বলে প্রবাসীদের অভিযোগ। এই দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবুধাবিগামী সপ্তাহে চারটি ফ্লাইট আছে বিমানের। আরো দুটি অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা টিকিট কনফার্মের জন্য বিমান অফিসে লম্বা লাইন রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

যাতে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং প্রতিটি লাইন ঠিক করে সুশৃঙ্খলভাবে যাতে প্রবাসীরা টিকিট কনফার্ম করতে পারবে। তার জন্য আমাদের থানার দুইটি মোবাইল টিম ও পুলিশ লাইন থেকে এক প্লাটুন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close