reporterঅনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট, ২০২০

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক বন্ধন আরো দৃঢ় হবে

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের সার্বিক সহাযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাপান ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব উন্নয়নের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করবে যা ইপিজেডে এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরো জাপানি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। সম্প্রতি ঢাকায় বেপজা কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম জাপানের রাষ্ট্রদূতকে তার অফিসে স্বাগত জানান। তিনি ইপিজেডে জাপানি বিনিয়োগকারীদের উঁচুমানের কমপ্লায়েন্স, শৃঙ্খলাবোধ ও গুণগতমানের প্রশংসা করেন। তিনি রাষ্ট্রদুতকে বর্তমানে চলমান মহামারির বিরুদ্ধে লড়াই এবং কোভিড-১৯ এর ফলে ব্যবসা ও শিল্প পরিবেশের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবিলায় বেপজার গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত করেন। অন্যদের মধ্যে বাংলাদেশে জাপান দূতাবাসের অর্থনৈতিক মিশনের সেকেন্ড সেক্রেটারি হিগুচি মাসাতোসি এবং বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. নবীরুল ইসলাম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল তৈমুর সালাহদিন কায়কোবাদ, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) নাহিদ মুন্সী এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close