চট্টগ্রাম ব্যুরো

  ০৯ ডিসেম্বর, ২০১৯

‘সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি অর্জন করতে হবে’

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করতে হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোকে সম্মিলিত কর্মকা-ে মাধ্যমে ভূমিকা রাখতে হবে। গতকাল রোববার নগরীর একটি হোটেল অডিটোরিয়ামে সামাজিক সংগঠন বিবিআইএন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।

মেয়র বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সরকার ১০টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই ১০টি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের ৬০ জন পেশাজীবী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজ প্রজেন্মের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। সংবর্ধনায় বাংলাদেশের ১২ জন, নেপালের ৩৭ জন, ভুটানের দুজন এবং ভারতের একজন পেশাজীবীকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক আসিফুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নেপালের এমপি অমিতাভ বিকে, স্থানীয় পৌর মেয়র কিরণ রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close