নিজস্ব প্রতিবেদক

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

ওয়াসার পানি জারে ভরে বাজারজাত ৩ কারখানা সিলগালা

ওয়াসার পানি চুরি করে পরিশোধন ছাড়াই জারে বাজারজাত করার দায়ে রাজধানীর মিরপুরে ৩টি পানির কারখানা সিলগালা এবং ২ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুরে র‌্যাব-৪ ও ঢাকা ওয়াসার সহযোগিতায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। এর নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। অভিযানে সিলগালা করা কারখানাগুলোর পানি উত্তোলনের কাজে ব্যবহৃত মোটর বাজেয়াপ্ত, ওয়াসার পানির লাইন বিচ্ছিন্ন, প্রায় ৮০০ পানির জার ধ্বংস এবং আইনানুসারে নিয়মিত মামলা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানগুলো পরিশোধন ছাড়াই ওয়াসার পানি চুরি করে সরাসরি জারে ভরে বাজারজাত করছিল। পরে ৩টি পানির কারখানাই সিলগালা করা হয়। আর দুইটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক সরদার আবুল কালাম, পরিচালক প্রকৌশলী এস এম ইশফাক আলীসহ বিএসটিআইয়ের কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close