পাবনা প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

মেডিকেলে চান্স পাওয়া মেঘলার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মেডিকেলে চান্স পেয়েও পড়াশোনার অনিশ্চিতায় দিন কাটানো মেঘলার দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক। মেঘলা পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মৌ গ্রাম এলাকার দিনমজুর হাসমত মির্জা ও গৃহকর্মী চায়না খাতুনের একমাত্র মেয়ে। মেডিকেলে চান্স পেয়েও পড়াশোনার অনিশ্চিতায় দিন কাটছে মেঘলার এমন সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচার হলে নজরে আসে পাবনা জেলা প্রশাসকের। এরই অংশ হিসেবে গতকার মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মেঘলার মেডিকেল পড়াশোনার জন্য প্রাথমিক খরচ বাবদ ২০ হাজার টাকার চেক হাতে তুলে দেন তিনি। মেডিকেলে পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ারও ঘোষণা দেন এই জেলা প্রশাসক।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আমি সংবাদটি পত্রিকার মাধ্যমে জানতে পেরে সদর নির্বাহী অফিসারকে বলি তাকে আমার কাছে নিয়ে আসতে। পত্রিকার মাধ্যমে তার পরিবারের অসচ্ছলতার কথা জানতে পেরে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, মেঘলার বাবা দিনমজুর মা গৃহিণী, তাই তাদের পরিবারে আয়-রোজগার করার মতো আর কেউ নেই। এ বিষয়টি আমাদের আহত করেছে। সে বিষয়ে চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। তার পাঁচ বছরের পড়াশোনার খরচ আমরা বহন করব। তিনি বলেন, যেহেতু তার পরিবারের মেডিকেলে পড়াশোনা করানোর সক্ষমতা নেই। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, তারই অংশ হিসেবে আমরা তার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছি। তার পড়াশোনার প্রাথমিক যে খরচ, সেই খরচটা সে এই টাকার মধ্যে থেকে চালাবে। এবং প্রতি মাসের খরচটা আমরা তার কাছে পৌঁছে দিব। এবং পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

মেঘলা বলেন, জেলা প্রশাসক স্যার আমাকে যে সহযোগিতা করেছেন এতে করে আমি অনেকটা উপকৃত হব। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close