কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তিন সদস্যের আহ্বায়ক কমিটি আহ্বায়ক সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক মিলন। এর আগে গত রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। নতুন কমিটি ঘোষনা হওয়ার পর থেকে তাদের স্বাগত জানিয়ে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং দুবার সংসদ সদস্য ছিলেন। যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার (অব.) আ ম হান্নান শাহর ছেলে এবং প্রয়াত বিএনপির আরেক নেতা তানভীর সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close