রংপুর ব্যুরো

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা জরুরি

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও ঐক্যবোধ জাগ্রত করে। অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতায় সবাই জয়ী হতে পারে না, অংশগ্রহণ করাই বড় বিষয়। বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণদের উদ্দেশ্য তিনি আরো বলেন, তোমরা দীপ্তবেগে, দৃঢ় চেতনায় এগিয়ে চলো, তোমাদের পথ আরো সুগম ও সুন্দর হোক। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close