গাজীপুর প্রতিনিধি
বশেমুরকৃবি দিবস ও র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন উদযাপন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ‘টাইমস হায়ার এডুকেশন’ র্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন এবং ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার দিনব্যাপী ওই বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজ হাতে গায়ে রং মেখে অঙ্কিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পাশাপাশি র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীরা।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাংকিং-২০২৫ এ বশেমুরকৃবি বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) ক্যাটেগরিতে প্রথম স্থান এবং একই ক্যাটেগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তমর গৌরব অবস্থানে রয়েছে।
প্রকাশিত লাইফ সায়েন্স র্যাংকিং তালিকাটি পশুচিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান (যাতে জীববিজ্ঞান এবং বায়েকেমিস্ট্রি অন্তর্ভুক্ত), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞান এ চারটি প্রধান শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করে র্যাংকিং প্রকাশ করেছে। এবারের র্যাংকিংয়ে ৯৮টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ১৪৩টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে। শিাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ৫টি ত্রেকে প্রাধান্য দিয়ে ১৮টি সুনির্দিষ্ট পারফরম্যান্স সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।
"