
বিএডিসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর মিরপুরস্থ বিএডিসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মিরপুরে বিএডিসি স্টাফ কোয়ার্টারের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির সচিব ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. কে, এম, মামুন উজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আলম।
বিএডিসির চেয়ারম্যান বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি ইতিহাসের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন যে, ভাষা আন্দোলন হতে শুরু করে অদ্যাবধি প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য ও অনস্বীকার্য। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবেও মূল কারিগর ছিল ছাত্ররা। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যে, এ ইতিহাসকে তোমাদের অন্তরে গেথে রেখে সুষ্ঠু দেশ গঠনে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত হওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। বিএডিসি উচ্চ বিদ্যালয় ঢাকা শহর তথা মিরপুর এলাকার একটি সনামধন্য স্কুলে পরিণত হবে সে আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিএডিসির চেয়ারম্যান বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন। সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এম সাইফুর রহমান জুয়েল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও অভিভাবকরা, ছাত্র-ছাত্রীসহ বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিএডিসির সচিব ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. কে, এম, মামুন উজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি।
"