কেশবপুর (যশোর) প্রতিনিধি
শেষ হলো মধুমেলা

আধুনিক বাংলা কাব্যের রূপকার অমিত্রাক্ষর ছন্দের জনক ও সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ২৪ জানুয়ারি এ মেলা শুরু হয়। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক জমিদারবাড়ির প্রাঙ্গণে বসে মধুমেলা। মেলার সমাপনী দিনে মধুমঞ্চের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ। তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে গভীর দেশপ্রেম উজ্জীবিত। তিনি প্রাচ্যে বেড়ে উঠলেও কখনো মাতৃভাষাকে তুচ্ছ করেননি। বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, যশোরের নওয়াপাড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক কাজী শওকত শাহী, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নুসরাত তাবাসসুম, রাশেদ খান, আকাশ হাসান, সাইদ সান ও সম্রাট হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
"