সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দাবি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবি মেনে নেওয়ার জন্য তারা ১০ দিনের সময় বেঁধে দেন। এর মধ্যে দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে এ হুঁশিয়ারি দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ মুন্তাসির স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হচ্ছে। এসময়ের মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাসের কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য অষ্টমবারের মতো সংশোধিত প্রকল্পের ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) বাজেট প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অনুমোদিত প্রকল্পটি আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানোর কথা। সেখানে ইউজিসির সভায় আবারও অনুমোদনের পর এটি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হতে হবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে কয়েকদিন ধরেই এমন কর্মসূচি পালন করছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা সড়ক অবরোধ করেছিলেন। এতে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
"