রংপুর ব্যুরো

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনের কর্মী মাহমুদুল হাসান মুন্নাহত্যা মামলার এজাহার নামীয় আসামি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩য় আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান ১৫ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনকালে রংপুরে নিহত হন মাহমুদুল হাসান মুন্না। এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরুজ্জামান আহমেদ। এছাড়া তার বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে রংপুর শহরের সেন্ট্রাল রোডের ডাক অফিসের গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে আসার সময় পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং ডিম ছুড়ে প্রতিবাদ জানান। পরে কারাগারে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close