কক্সবাজার প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৫

মহেশখালীতে আদিনাথ মেলা ও শিব চতুর্দশী উপলক্ষে কমিটি গঠন

মহেশখালীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ তীর্থে পবিত্র শিব চতুর্দশী ও মেলায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় অনুষ্ঠানাদি সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ২০২৫ সীতাকুণ্ড স্রাইন কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাড. অপূর্ব কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এ কমিটি গঠন করা হয়।

এতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ্ সভাপতি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল প্রধান উপদেষ্টা, কক্সবাজার সিনিয়র সহকারী জজ ও সীতাকুণ্ড স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য্য সহসভাপতি, সীতাকুণ্ড স্রাইন কমিটির সদস্য অ্যাড. তাপস রক্ষিত সহসভাপতি, সীতাকুণ্ড স্রাইন কমিটির সহসম্পাদক প্রণব কুমার দে সহসভাপতি, সীতাকুণ্ড স্রাইন কমিটির সিনিয়র সদস্য কাজল পাল সহসভাপতি, সীতাকুণ্ড স্রাইন কমিটির সদস্য পথিক চন্দ্র দে সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড স্রাইন কমিটি আদিনাথ ইউনিটের হিসাবরক্ষণ কর্মকর্তা লক্ষ্মী চরণ দে’কে অর্থ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়। তাদের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও সদস্য কো-অপ্ট (শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি- কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের) নিয়ে পূজা অনুষ্ঠান ও মেলা পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ স্বাক্ষরিত পত্রে জানা যায়, সীতাকুণ্ড স্রাইন কমিটির পরিচালনাধীন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান মহেশখালীর আদিনাথ তীর্থে পবিত্র শিব চতুর্দশী ও মেলা উপলক্ষে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হবে। উক্ত পুণ্যলগ্নে লাখ লাখ পুণ্যার্থী তীর্থ দর্শন করবেন। তীর্থ দর্শন উপলক্ষে উক্ত এলাকায় পণ্যমেলাও বসবে। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৫ পর্যন্ত শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close