
বিএসটিআইয়ের অভিযানে জরিমানা
ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন গ্রহণ না করে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল উৎপাদন করে আসছে কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানটি। গতকাল বিএসটিআইর মোবাইলকোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন এ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা।
অভিযানকালে দেখা যায় যে, প্রতিষ্ঠানটি ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্র্যান্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশকিছু ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছে। এসব ব্র্যান্ডগুলোয় বিএসটিআই ও খামারবাড়ী অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে আদালত বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান এবং মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"