নিজস্ব প্রতিবেদক

  ৩১ জানুয়ারি, ২০২৫

রাজধানীতে ইসলামি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাজধানীর রূপনগরে অবস্থিত ইসলামি হাই স্কুলে বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। এসময় সাধারণ শিক্ষার্থী, প্রতিযোগী, শিক্ষক ও অতিথিদের পদচারণায় স্কুলে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গতকাল সকাল ৭টা থেকে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোছা. রোকেয়া বেগম সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষা অনুরাগী আল মাহাদী মোহম্মদুল্লাহ, সমাজসেবক মো. সোহেল, সমাজসেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম নয়ন প্রমুখ।

এসময় আল মাহাদী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য ক্রমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বাংলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. আল হাসান মোবারক, সাংবাদিক বৈশাখী টেলিভিশন মো. মানিক, বনফুল ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি লুতফুল আহসান রনি, ইঞ্জিনিয়ার আবদুর রহিম। অভিভাবকরা উপস্থিত থেকে ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। এসময় প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় বলে জানান উপস্থিত অভিভাবকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close