ববি প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৫

বাঁধন ববি ইউনিটের বার্ষিক সভা

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা কনফারেন্স হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর এবং নবীনবরণ অনুষ্ঠানের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল-আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুঁই মনি। এছাড়াও জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরউল্লাহ সিদ্দিকী।

‘বাঁধন’ ববি ইউনিটের ২০২৪ সেশনের সভাপতি নুরউল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপাচার্য ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি ছিলেন উপউপচার্য ড. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদ এবং বাঁধন ববি ইউনিটের শিক্ষক উপদেষ্টারা।

বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪-এ মোট ৬২৪ ব্যাগ রক্ত প্রদান করেছে। ২০২৪ সেশনে নতুন রক্তদাতা তৈরি হয়েছে ২৫৫ জন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির অংশ হিসেবে রক্তের গ্রুপ জানানো হয়েছে ৪৬২ জনকে।

প্রধান অতিথি ববি উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, আমি বাঁধনের সঙ্গে অনেক আগে থেকে যুক্ত। ২০০৮ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের হাউজ টিউটর ছিলাম তখন থেকে বাঁধনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close