গাইবান্ধা প্রতিনিধি
শিক্ষার্থীদের ওপর হামলায় গাইবান্ধায় বিক্ষোভ

ঢাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধা ‘আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের’ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
সংগঠনের সদর উপজেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী মুসা ও হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মাজহারউল মান্নান, ওয়াজিউর রহমান রাফেল, দীপক কুমার পাল, জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাসদণ্ডমার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকায় শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্য জগৎকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
"