আবু সাইদ খোকন, আমতলী (বরগুনা)
আমতলী পৌরসভা
নদী-খালে বর্জ্য, জনস্বাস্থ্য হুমকিতে

আমতলী পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ১৬ টন বর্জ্য তৈরি হয়। অথচ এ বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা। নেই কোনো স্থায়ী ডাম্পিংস্টেশন। এ কারণে খোলা জায়গাসহ শহরের খাল ও নদীতে ফেলা হয় এসব বর্জ্য। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় নদী ও খালের পানি দূষিত হচ্ছে, বিনষ্ট হচ্ছে বাণিজ্যিক ও আবাসিক পরিবেশ। ময়লার ভাগারের পাশ দিয়ে দুর্গন্ধে পথ চলা দায় এলাকাবাসীর।
ময়লা-আবর্জনা ফেলায় বেশিরভাগ খাল মরে যাচ্ছে। পাশাপাশি দূষিত হচ্ছে খালের পানি। পৌর শহরের অধুনিক অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর অনেকেই এসব খালের পানিতে গোসলসহ গৃহস্থালি কাজ সারছেন। এতে শহরবাসীর মধ্যে ছড়াচ্ছে রোগ-জীবাণু। এ নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তবে কর্তৃপক্ষের দাবি, তারা জমির অভাবে স্থায়ী ডাম্পিংস্টেশন স্থাপন করতে পারছেন না। পৌর শহরের কাঁচাবাজার ব্যবসায়ী আবুল কালাম ও সোহেল ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন খালে ফেলা বর্জ্যরে দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর।
পৌরসভার চার নম্বর ওয়ার্ডের স’মিল সড়ক এলাকার বাসিন্দা মো. রিয়াজ ও মো. জামাল বলেন, অমল পালের টলার ঘাটে আবাসিক এলাকা ও সড়কের পাশের ময়লা-আবর্জনা নদীতে ফেলে রাখে। ওই ময়লার দুর্গন্ধে নদী দূষিত হচ্ছে। ঘাটে চলাচলকারীরা অতিষ্ঠ।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেংমং বলেন, বর্জ্য-আবর্জনাযুক্ত পানি ব্যবহারে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। এ ছাড়া উন্মুক্ত স্থানের বর্জ্য থেকেও একই রকম ঝুঁকি থাকে।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈসা জানান, ডাম্পিংস্টেশন স্থাপনের মাধ্যমে নাগরিকসেবার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব। পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবুল হায়দার জানান, ডাম্পিংস্টেশন স্থাপনের জন্য জমি বরাদ্দ নেওয়ার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম জানান, ডাম্পিং জোনের জন্য সরকারি জায়গা খুঁজছি। এখনো পাওয়া যায়নি। জায়গাপ্রাপ্তি সাপেক্ষে ডাম্পিং জোন স্থাপন করা হবে।
বরগুনার আমতলী পৌরসভা ১৯৯৮ সালে স্থাপিত, ২০১৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রায় ৭.৭৫ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৩৩ হাজারের অধিক মানুষের বসবাস।
"