গাজীপুর প্রতিনিধি
দেশে প্রতিদিন ৪৪২ জনের বেশি মানুষ তামাক ব্যবহারে মারা যান

দেশে প্রতিদিন ৪৪২ জনের চেয়েও বেশি মানুষ তামাক ব্যবহারজনিত কারণে মারা যায়। তামাকের ধোঁয়ায় ৭০০ বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে প্রায় ৭০টি ক্যান্সার সৃষ্টি করে। তামাক চাষ ৩০% বন ধ্বংসের জন্য দায়ী। গতকাল সোমবার গাজীপুর সিটি করপোরেশনকে তামাকমুক্তকরণ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এবং গাজীপুর সিটি করপোরেশন ওই সভার আয়োজন করে।
গাজীপুর সিটি করপোরেশন সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডরপের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী। প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব নমিতা দে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম।
সভায় জানানো হয়, তামাকসেবনের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ (অ্যাজমা, বা হাঁপানি), ডায়াবেটিস, বার্জার ডিজিজসহ (পায়ের পচন রোগ) বিভিন্ন অসংক্রামক রোগ হয়ে থাকে। তামাকসেবনে হাড়ের ঘনত্ব কমায়, দাঁত ও মাড়ির ক্ষতি হয়। তামাকসেবনকারীদের মুখের ক্যান্সারের ঝুকি দ্বিগুণ বৃদ্ধি পায়। বাংলাদেশে পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে (রেস্টুরেন্টে ৪৯.৭%, পাবলিক পরিবহনে ৪০%, কর্মক্ষেত্রে ৪২.৭% এবং বাসাবাড়িতে ৩৯%) পরোক্ষ ধূমপানের শিকার হন। প্রত্যক্ষ ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও সমান ক্ষতি কর। ২০১৮-১৮ অর্থবছরে চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারনোসহ তামাক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত সরাসরি অর্থনৈতিক ক্ষতি ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। একই সময়ে তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয় ২২ হাজার ৮১০ কোটি টাকা। তামাক চাষ ৩০% বন ধ্বংসের জন্য দায়ী। এ ছাড়াও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে তামাক হুমকিস্বরূপ।
"