শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৫

শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

দীর্ঘ সাত বছর পর সাতক্ষীরার শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আসাদুল্লাহ বাহার আছু (ছাতা প্রতীক) ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশেক-ই-এলাহি মুন্না (আনারস প্রতীক) পেয়েছেন ৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ (মোরক প্রতীক) ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হোসেন (ফুটবল প্রতীক) পান ৩৮ ভোট। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ (মাছ প্রতীক) এবং অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান (দেয়াল ঘড়ি প্রতীক) নির্বাচিত হন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক ডা. মো. মতিউর রহমান (বাল্ব প্রতীক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোতালেব হোসেন (মোমবাতি প্রতীক), এবং প্রচার সম্পাদক মো. আব্দুস সাত্তার (ইট প্রতীক)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close