ডিআইইউ প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৫

ডিআইইউর সমাবর্তন ২৮ জানুয়ারি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ৮ম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ২৮ জানুয়াারি মিরপুর-১৩ এর পিএসসি কনভেনশন হলে এ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের দিনটি হতে যাচ্ছে স্মরণীয় ও জমকালো আয়োজনের মাধ্যমে। শিক্ষার্থীদের সনদ বিতরণসহ এ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের উপস্থিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে চলছে নানা আয়োজন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘সমাবর্তনের তারিখ নির্ধারিত হওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত। দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই স্বপ্নের দিনটি কাছাকাছি আসছে। এটি আমাদের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

আরেক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এ দিনটি শুধু সনদ পাওয়ার নয়, এটি আমাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন। বন্ধু-বান্ধব এবং প্রিয় শিক্ষকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close