শিক্ষাবিদ আবুল হাসেমের মৃত্যুবার্ষিকী আজ
সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আবুল হাসেমের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে ওই কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর পারিবারের পক্ষ থেকে সিংহখালীতে কোরান খানি ও এতিম ভোজ এবং ঢাকার পান্থপথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও মরহুমের জন্মস্থানের বিভিন্ন মসজিদে দোয়া করা হবে।
শিক্ষাবিদ আবুল হাসেম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাধীন সিংহখালী গ্রামে তাঁর নিজের দানকৃত জমিতে প্রাইমারি, হাই স্কুল ও কলেজ, মসজিদ ও মাদ্রাসা, পোস্ট অফিস ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সিংহখালিতে তাঁর ওই দানকৃত জমিতে তাঁরই নামে ১০ শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল রয়েছে।
পিরোজপুর জেলা ছাড়াও তিনি বরিশাল, ঝালকাঠি, বরগুনাও বাগেরহাট জেলা সমূহে একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এবং এ সব অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রত্যক্ষ ভূমিকা কিংবা পরামর্শক হিসেবে অবদান রেখেছেন। তিনি “English Grammar and Composition for Class VI” নামে একটি পাঠ্যপুস্তক এবং “ভান্ডারিয়া দর্পণ”-এই শিরোনামে একটি আঞ্চলিক ইতিহাসের বই লিখেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
"