![reporter](/templates/web-ps/images/rp_icon.png)
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলা
![](/templates/web-ps/images/news-logo.jpg?v=4)
মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন অবহিত করে ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এবং কোম্পানির জনবল নিয়ে গতকাল বুধবার মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া এ অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।
মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এ ছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"