reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জানুয়ারি, ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলা

মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন অবহিত করে ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে এবং কোম্পানির জনবল নিয়ে গতকাল বুধবার মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া এ অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়েছে।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করে। দুর্বৃত্তদের এই অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হয়। এ ছাড়াও অত্র অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ জন শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হয়েছে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close