বেবিচকে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে কর্মশালা
সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনান্তে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতকল্পে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) ও সকল অংশিজনের করণীয়বিষয়ক একটি আলোচনাসভা গতকাল বুধবার সদর দপ্তর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
কর্মশালায় Biman Bangladesh Airlines Ltd, US Bangla Airlines. Novo Air, Astra Airways I Aircraft Accident Investigation Committee (AAIC- BD)-এর আলোচকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আকাশসীমায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, বেবিচক এবং এভিয়েশন স্টেকহোল্ডারদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ বিমান চলাচলের পরিবেশ গড়ে তোলার জন্য কাজ অব্যাহত রয়েছে। তিনি সকল স্টেকহোল্ডারদের ঝুঁকি শনাক্ত ও ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করতে সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিমান চলাচলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনায় সবাই একসঙ্গে কাজ করলে আমরা দুর্ঘটনামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারব। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকদের ধন্যবাদ জানিয়ে বলেন, টিমওয়ার্ক সকল বিমান চলাচল স্টেকহোল্ডারদের জন্য অপরিহার্য। বেবিচক চেয়ারম্যান বিশেষভাবে উল্লেখ করেন যে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিশেষে তিনি বেবিচকের নিরাপত্তা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বিমানবন্দরের আশপাশে বার্ড স্ট্রাইক কন্ট্রোল, বোর্ডিং ব্রিজ অপারেটরদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় বেবিচক’র সকল সদস্য ও অন্যান্য পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"