বেনাপোল প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৫

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন

যশোরের শার্শা উপজেলার নাভারন-বুরুজবাগানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী আলতাফ হোসেন। বার্ধক্যজনিত অসুস্থতায় গত সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি উপজেলার বুরুজবাগান গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার নাভারন-বুরুজবাগান মহিলা মাদরাসা প্রাঙ্গণে মরহুমের রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। শার্শা উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close