প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৫

গাইবান্ধা ও পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর

গাইবান্ধা ও পঞ্চগড়ে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিনিধিদের পাঠানো খবর

গাইবান্ধা : বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প গতকাল মঙ্গলবার দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। গাইবান্ধা সেনাক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার পূর্বকোমরনই মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনাক্যাম্পের কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা। সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে অসহায়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বোদা (পঞ্চগড়): পঞ্চগড়ে বোদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার সকাল উপজেলার সাকোয়া ইউনিয়নের মিয়াজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্তাবধায়নে মানবিক সেবার অংশ হিসেবে সেনা কর্মকর্তারা শতাধিক হতদরিদ্রদেরকে এসব বিতরন করেন। সেনা কর্মকর্তারা বলেন, কনকনে শীত মোকাবেলায় আমাদের এ উদ্যোগ। মানুষের মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে পূরণ হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর ব্যবস্থা নেবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close