ক্যাডেট কলেজ ক্লাবকে এমটিবি ফাউন্ডেশনের কম্বল হস্তান্তর
এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে, দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে কম্বল প্রদান করেছে। এ উপলক্ষে ঢাকার পূর্বাচলে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে, ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট তারিক আবুল আলার হাতে প্রতিকী কম্বল তুলে দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আলমগীর, এসিএসসি এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইসিসি, গৌতম প্রসাদ দাস, হেড অব ডিজিটাল ব্যাংকিং, খালিদ হোসেন এবং এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।
"