শেকৃবিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্যাম্পসে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়।
সরেজমিন দেখা যায়, টিএসসি কমপ্লেক্সের সম্মুখ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ২২টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্টল সাজিয়েছে। সংগঠনের সদস্যরা আগ্রহী নবাগত শিক্ষার্থীদের কাছে নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে তাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মেটাচ্ছে নবীনদের কৌতুহল। অন্যদিকে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করতেও দেখা যায়।
রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে ৯টা ৪৫ মিনিটে নবীন শিক্ষার্থীরা টিএসসি কমপ্লেক্সের মিলনায়তনে আসনগ্রহণ করেন। এরপর ১০টায় মঞ্চে অতিথিরা আসনগ্রহণ করেন। ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর সাড়ে ১০টায় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরভী আহমেদ নামে এক ছাত্র ও রাবেয়া বসরী নামে এক ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর ভগবত গীতা পাঠ করা হয়। একে একে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন, অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব, বিশেষ অতিথি শেকৃবি কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার ও উপউপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত। এসময় তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগিং কিংবা বুলিং নেই। কেউ যদি আবাসিক হলে কিংবা ক্লাসরুমে বুলিং করে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী কোর্স লে-আউট প্রদর্শন করেন। সাড়ে ১২টায় বাংলাদেশে কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন উপউপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশাবুল হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"